Site icon Jamuna Television

বন্যার্তদের এক কোটি রুপি সহায়তা দিলেন বাহুবলি খ্যাত প্রভাস

ছবি: সংগৃহীত।

ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা প্রভাস। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন তিনি। কিছুদিন আগেই তিনি নতুন একটি সিনেমার জন্য ১০০ কোটি রুপির বেশি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে দুই পর্বের ‘বাহুবলী’ সিনেমার জন্যও তিনি একই অংকের পারিশ্রমিক নিয়েছিলেন।

শুধু নিতেই নয়, দিতেও জানেন প্রভাস। বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার বন্যার্ত মানুষের জন্য দিচ্ছেন ১ কোটি রুপি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অনুদান দেয়ার ঘোষণা দেন প্রভাস।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতের তিরুপতি ও এর আশেপাশের এলাকায় ভারি বৃষ্টিপাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সৃষ্টি হয়েছে বন্যার। যার ফলে হাজারো মানুষ জীবিকা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেয়া হচ্ছে। সেই সহযোগিতায় সামিল হলেন সিনে তারকা প্রভাস।

এর আগে বন্যাদুর্গতদের কষ্ট দেখে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী, মহেশ বাবু, জুনিয়র এনটিআর ও রামচরণের মতো তারকারা বিভিন্ন অংকের অর্থ অনুদান দিয়েছেন। এবারই প্রথম নয়, ২০২০ সালে ভারি বৃষ্টিপাত ও করোনার কারণে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির নিম্ন শ্রেণির মানুষেরা বিপাকে পড়েছিলেন। তখন প্রভাস সাড়ে ৪ কোটি রুপি সহযোগিতা দিয়েছিলেন।

আরও পড়ুন: ডা. মুরাদের সাথে সেই ফোনালাপ নিয়ে যা জানালেন ইমন

Exit mobile version