Site icon Jamuna Television

এবার ওয়ানডেতেও অধিনায়ক রোহিত

ছবি: সংগৃহীত।

কিছুদিন পরই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। যেখানে তিনটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যদের। সফরে টেস্টের দায়িত্বে ভিরাট কোহলি বহাল থাকলেও ওয়ানডের দায়িত্ব দেয়া হয়েছে ওপেনার রোহিত শর্মাকে।

বুধবার (৮ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই এক টুইট বার্তায় এ খবর জানিয়েছে।

গত মাসেই অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টির সপ্তম আসরে ভারতীয় দলের করুণ পারফরমেন্সের পর টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়েন কোহলি। বিশ্বকাপের পরই রোহিতকে সংক্ষিপ্ত এই ফরম্যাটের দায়িত্ব দেয়া হয়। পরে নেতৃত্ব দিয়ে হারিয়েছেন নিউজিল্যান্ডকেও। এবার দায়িত্ব পেলেন ওয়ানডের। ফলে সাদা ও লাল বলে আলাদা আলাদা নেতা পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের ১৮ সদস্যের দল ঘোষণা

রোহিত শর্মার নেতৃত্বে পাঁচটি আইপিএল শিরোপা জেতে মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে কোহলি নিজের দলকে একবারও আইপিএল জেতাতে পারেননি। তাই ভারতীয় নির্বাচকরা আস্থা রেখেছে রোহিতের উপরই।

Exit mobile version