Site icon Jamuna Television

বিপিন রাওয়াতের শেষকৃত্য শুক্রবার

ছবি: সংগৃহীত

ভারতের সম্মিলিত সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবার। এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দিল্লির সেনা ছাউনিতে পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় জানানো হবে তাকে। বিপিনের স্ত্রী মধুলিকার শেষকৃত্যও হবে একইসাথে।

তামিলনাড়ুর সুরুল বিমান ঘাঁটি থেকে তাদের মরদেহ দিল্লিতে আনা হবে আজ। রাখা হবে নিজ বাড়িতে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বিপিনের দিল্লির বাড়িতে। সেখানে দুর্ঘটনার পর থেকেই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন মন্ত্রী-এমপিরা।

বুধবার দুপুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বিপিন রাওয়াত। ১৪ আরোহীর মধ্যে বেঁচে আছেন মাত্র একজন। নিহতদের মধ্যে বিপিন ও তার স্ত্রী ছাড়াও আছেন দুই সিনিয়র সেনা কর্মকর্তা, ৫ কমান্ডো ও বিমান বাহিনীর ৫ সদস্য। দুর্ঘটনার পর জীবিতই ছিলেন বিপিন। সেসময় নিজের পরিচয়ও দেন তিনি। তবে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।

আরও পড়ুন: এক নজরে ভারতের সশস্ত্র বাহিনী প্রধান বিপিন রাওয়াত

জেনারেল বিপিনের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ভারত। শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান ও চীনসহ অনেক দেশ।

ইউএইচ/

Exit mobile version