Site icon Jamuna Television

ভয়াবহ ধূলিঝড়ের কবলে মিসর

ছবি: সংগৃহীত

ভয়াবহ ধূলিঝড়ের কবলে পড়েছে মিসরের বিশাল এলাকা। বুধবার কয়েক মিনিটের ধূলিঝড়ে অন্ধকারে ঢেকে যায় রাজধানী কায়রো।

অন্তত ৫ মিটার এলাকার মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় রাস্তায় থমকে যায় যানবাহন। বড় বড় রাস্তাগুলোয় গাড়ি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ভূমধ্যসাগরীয় এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬৫ কিলোমিটার। এর কারণে দিনভর মেলেনি সূর্যের দেখা। বিভিন্ন রাজ্যে বন্ধ ঘোষণা করা হয় স্কুলসহ শিক্ষাপ্রতিষ্ঠান। কার্যক্রম স্থগিত রাখা হয় বেশ কয়েকটি বন্দরেও।

ইউএইচ/

Exit mobile version