Site icon Jamuna Television

সিগারেট নিষিদ্ধ হতে যাচ্ছে নিউজিল্যান্ডে

ছবি: সংগৃহীত

সিগারেট নিষিদ্ধ হতে যাচ্ছে নিউজিল্যান্ডে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ নিয়ে ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী আয়েশা ভিরেল। তিনি দিনটিকে নিউজিল্যান্ডের জনস্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ২০২৭ সালে পুরোদমে কার্যকর হবে সিগারেট নিষিদ্ধের সিদ্ধান্তটি। যার ফলে, ১৪ বছরের কিশোর থেকে তদূর্ধ্ব ব্যক্তিরা প্রকাশ্যে কিনতে পারবেন না সিগারেট। আইনগতভাবে সেটি হবে অপরাধ। কেউ সিগারেট কিনলে তাকে পেতে হবে শাস্তি।

আরও পড়ুন: মেয়েকে মেডিকেলে ভর্তি করতে ৫০ লাখ ঘুষ দিলেন বাবা, দু’জনই গ্রেফতার

‘স্মোক ফ্রি আও-তে-রোয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ’ কর্মপরিকল্পনাটি আগামী জুনে তোলা হবে পার্লামেন্টে। সরকারের প্রত্যাশা, ২০২২ সালের শেষ নাগাদ এটি পরিণত হবে আইনে। সব সিগারেটে কমানো হবে নিকোটিনের পরিমাণ। সেটি বাস্তবায়িত হলে ভূটানের পর নিউজিল্যান্ড হবে বিশ্বের দ্বিতীয় দেশ যারা নিষিদ্ধ করবে সিগারেট। প্রতিবেশী অস্ট্রেলিয়া ২০১২ সালে ক্রেতাকে প্রলুব্ধ করে এমন তথ্য ও ছবি সম্বলিত সিগারেটের প্যাকেট বিক্রির উপর দিয়েছে বিধিনিষেধ। সেসব প্যাকেটে কেবল থাকবে স্বাস্থ্য সতকর্তা।

Exit mobile version