Site icon Jamuna Television

পণ্যবাহী জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না সুইডেন

ছবি: সংগৃহীত

পশ্চিম উপকূলে পণ্যবাহী জাহাজে লাগা আগুন কোনভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না সুইডেন। প্রতিবেশী নরওয়ে এগিয়ে এসেছে সহযোগিতায়। গেলো শনিবার (৪ ডিসেম্বর) কাঠ পরিবহনে ব্যবহৃত জাহাজটিতে ছড়িয়ে পড়ে আগুন। কিন্তু বাজে আবহাওয়ার কারণে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

সুইডিশ কোস্ট গার্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, আলমিরান্টে স্টোরনি নামের জাহাজটিকে কোনো একটি বন্দরে এনে আগুন নেভানোর পরিকল্পনা করছে তারা। আরও জানানো হয়, জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত না হওয়ায় সমুদ্রে দূষিত তেল ছড়ানোর কোনো আশঙ্কা নেই।

আরও পড়ুন: খাশোগি হত্যার দায়ে ফ্রান্সে আটককৃত ব্যক্তির মুক্তি

জাহাজটিতে এখনো ৬০০ টন তেল রয়েছে। কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনায় অক্ষত রয়েছে জাহাজের ১৭ নাবিকের সবাই। নিরাপদে তাদের সরানো হয়েছে অন্য জাহাজে। তবে দুর্ঘটনাস্থলেই অবস্থান করছেন তারা।

সুইডিশ কোস্ট গার্ডের মুখপাত্র বলেছেন, গত বুধবার (৮ ডিসেম্বর) প্রতিবেশি দেশ নরওয়েকে এই আগুন নিয়ন্ত্রণে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

Exit mobile version