Site icon Jamuna Television

নায়াগ্রায় ডুবে প্রাণ গেলো নারীর

ছবি: সংগৃহীত

নায়াগ্রায় ডুবে প্রাণ গেলো এক নারীর। গত বুধবার (৮ ডিসেম্বর) নাটকীয় উদ্ধার তৎপরতার পরেও সেই নারীকে বাঁচাতে পারেনি উদ্ধারকর্মীরা।

বুধবার দুপুর নাগাদ যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত এলাকায় নায়াগ্রা নদীতে একটি গাড়ি দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। নায়াগ্রা জলপ্রপাতের মাত্র দেড়শো ফুট দূরে একটি পাথরের বোল্ডারে গাড়িটি আটকে যায়। ধারণা করা হয়, সেই গাড়ির ভেতর কোনো চালক রয়েছে। এরপর অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন: সিগারেট নিষিদ্ধ হতে যাচ্ছে নিউজিল্যান্ডে

নিউ ইয়র্ক স্টেট পার্ক পুলিশ ক্যাপটেন ক্রিস রোলা জানান, তীর থেকে দেড়শো ফুট দূরে ডুবে গিয়েছিল গাড়িটি। হেলিকপ্টারের মাধ্যমে গাড়িটি তোলা হলে ভেতরেই মৃত অবস্থায় পাওয়া যায় ঐ নারীকে। ধারণা করা হচ্ছে, পথচারীদের সেতু এবং যানবাহন চলাচলের সেতুর মধ্যভাগ দিয়ে গাড়িটি নায়াগ্রা নদীতে গিয়ে পড়ে।

পরিবারের অনুমতি ছাড়া, ষাটোর্ধ্ব ঐ ব্যক্তির অন্যান্য তথ্য প্রকাশ করবে না কর্তৃপক্ষ। বর্তমানে চলছে ময়নাতদন্ত; শিগগিরই মরদেহ হস্তান্তর করা হবে পরিবারকে। তবে, কীভাবে দুর্ঘটনাটি ঘটলো তা এখনও জানা যায়নি। চলছে বিস্তারিত অনুসন্ধান।

Exit mobile version