Site icon Jamuna Television

ট্রাক আনতে গিয়ে ট্রাকচাপাতেই মৃত্যু

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

রাস্তা পার হতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় মো. সোহাগ মিয়া (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, আশুগঞ্জে নিজ বাড়ি থেকে সোহাগ নিজের ট্রাক নেয়ার জন্য সরাইল আসছিলেন। পথিমধ্যে বিশ্বরোড এলাকায় এসে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া পণ্যবাহী ট্রাক সোহাগকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়।

এই ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version