Site icon Jamuna Television

খালেদা জিয়ার প্রতি মানবিকতা দেখিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি।

খালেদা জিয়াকে নিয়ে সরকার কোনো প্রতিহিংসার রাজনীতি করছে না বরং তার প্রতি মানবিকতা দেখিয়েছে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনমন্ত্রী সংসদে স্পষ্ট করে বলেছেন, আবেদন বিবেচনা করতে হলে খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে। তবে তারা যে আবেদন করেছে সেটা এখন আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফিরে যায় এজন্য ওআইসিতে কথা বলেছে সৌদি আরব।

Exit mobile version