Site icon Jamuna Television

আবারও হাসপাতালে পেলে

আলবার্ট আইনস্টাইন হাসপাতালে পেলে। ছবি: সংগৃহীত

আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। কোলন টিউমারের চিকিৎসার জন্য রাজধানী সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন ৮১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি।

তবে পেলের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বুধবার (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিক এক বিবৃতিতে তারা জানিয়েছে, আশা করা যায় এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলেকে আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে পেলের ব্যক্তিগত সহকারী পেপিতো ফরনস জানান, কোলন টিউমারের চিকিৎসা হিসেবে পেলেকে কেমোথেরাপি দেয়া হচ্ছে। গত আগস্টের শেষদিকে এই টিউমারটি শনাক্তের পর এই রুটিন চিকিৎসা দেয়া হচ্ছে ফুটবলের জীবন্ত কিংবদন্তিকে।

আরও পড়ুন: ধর্ষণ মামলা ধামাচাপার চেষ্টা চালাচ্ছেন রোনালদো!

গত সেপ্টেম্বরে টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করতে হয়েছিল পেলেকে। তখন চিকিৎসক জানিয়েছিলেন, কেমোথেরাপি চালিয়ে যেতে হবে তাকে।

Exit mobile version