Site icon Jamuna Television

নিলামে উঠছে ব্র্যাডম্যানের ট্রিপল সেঞ্চুরির ব্যাট

ছবি: সংগৃহীত

১৯৩৪ সালের অ্যাশেজ সিরিজে ৭৫৮ রান করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যান। এর মধ্যে ছিল হেডিংলেতে ৩০৪ রানের ইনিংসটিও। ওভালে ২৪৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এই দু’ইনিংসে ব্যবহার করা ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাটটি ৮৭ বছর পর নিলামে উঠতে যাচ্ছে। খবর এবিসির।

নিলামের জন্য ব্যাটটির দাম নির্ধারণ হয়নি, তবে ধারণা করা হচ্ছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই স্মারকের দাম আকাশছোঁয়া হবে। এছাড়াও ঐ ব্যাট দিয়েই বিন পন্সফোর্ডের সাথে ৪৫১ রানের জুটিও গড়েছিলেন ব্র্যাডম্যান।

ঐতিহাসিক ব্যাটটি আগেই বিক্রি হয়েছিলো। এই ব্যাটটি কেনা ব্যক্তি নিজেই ১৯৯৯ সালে বাউরালে ব্র্যাডম্যানের নিউ সাউথ ওয়েলসের মিউজিয়ামে রেখে দিয়েছিলেন। দ্য উইলিয়ামস স্কাইস অ্যান্ড সন্স নামক বিখ্যাত ক্রিকেট সরঞ্জাম প্রস্ততকারক সংস্থা ঐ ব্যাটটি প্রস্তুত করেছিলো।

মিউজিয়ামে কর্তা রিনা হোর বলেন, এই ব্যাটের মূল্য নির্ধারণ করা কার্যত অসম্ভব। এই ব্যাট দিয়েই যে শতরান করেছিলেন, তা ব্র্যাডম্যান ঐ ব্যাটে নিজের হাতে লিখে রেখে গিয়েছেন। এটা একটা সম্পদ।

উল্লেখ্য, ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ব্র্যাডম্যান। ৫২ টেস্টে ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান করেছেন ব্র্যাডম্যান। ২৯টি সেঞ্চুরির পাশাপাশি ১৩টি হাফ সেঞ্চুরি ছিল।

Exit mobile version