Site icon Jamuna Television

স্বামীর প্রেমিকাকে রাস্তায় ফেলে পেটালেন স্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল জেলায় এক নারীকে দেখা গেছে, তার স্বামীর প্রেমিকাকে রাস্তায় ফেলে পেটাতে। হেলমেট দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই নারী। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে এমন তথ্য।

পুলিশ জানিয়েছে, মোহনলাল নামে এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন হোটেলে। কিন্তু মোহনের পিছু নিয়েছিলেন তার স্ত্রী। হোটেলের রুম থেকে হাতেনাতে ধরে দুজনকেই পুলিশের হাতে তুলে দেন তিনি। ওই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভিডিওতে দেখা যায়, স্বামীর প্রেমিকাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাকে হেলমেট দিয়ে পেটাচ্ছেন ক্ষুব্ধ ওই নারী।

আরও পড়ুন : ধানমন্ডিতে জানালার গ্রিল কেটে চুরি, লন্ডনে বসে দেখলেন মালিক

আসানসোল দক্ষিণ থানার পুলিশ মোহন ও তার প্রেমিকা, দুজনকেই আটক করে। অবশ্য পরে থানা থেকে তাদের জামিন দেয়া হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারী স্বামীর প্রেমিকাকে থানা চত্বরের ভেতরেও মারধর করছেন। চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিয়ে রাস্তায় ফেলে পেটাতেও দেখা যায় তাকে।

/এডব্লিউ

Exit mobile version