Site icon Jamuna Television

ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা নেই রাশিয়ার

ছবি: সংগৃহীত

ইউক্রেনে আগ্রাসন চালানোর বিন্দুমাত্র পরিকল্পনা নেই রাশিয়ার। কিন্তু পশ্চিমা শক্তি উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পুতিন। বৈঠকে নানান ইস্যুতে কথা হয় এই দুই নেতার।

পুতিন বলেন, আমরা কখনোই কোনো দেশের প্রতি আগ্রাসী আচরণ করিনি। মস্কো কখনোই আগ্রাসনে বিশ্বাস করে না। কারণ আঞ্চলিক স্থিতিশীলতাই আমাদের লক্ষ্য। আর সেটি বাস্তবায়নেই আমরা কাজ করছি। মার্কিন প্রেসিডেন্টকে সেটাই জানিয়েছি। তাই, কোনো দেশে আগ্রাসন চালানো বা হস্তক্ষেপের সুযোগ নেই।

আরও পড়ুন: নেপোলিয়ন বোনাপার্টের তলোয়ার ও বন্দুকের দাম ২৪ কোটি টাকা!

পুতিন জানান, বাইডেনের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠককে সফল এবং কার্যকর হয়েছে। তবে সীমান্তে ন্যাটো বহরের উপস্থিতি মস্কোর জন্য উদ্বেগজনক। মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকে বিয়ষটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এমনটাও জানান পুতিন।

Exit mobile version