Site icon Jamuna Television

কীভাবে বুঝবেন, কেউ আপনার কল রেকর্ড করছে?

প্রতীকী ছবি।

জরুরি তথ্য সেভ করে রাখার জন্য আপনার কল রেকর্ড করতে পারেন যে কেউ। এই রেকর্ড করার জন্য স্মার্টফোনে ইনবিল্ট ভয়েস কল রেকর্ডিং ফিচার দেয় অনেক প্রতিষ্ঠান। আর যেসব স্মার্টফোনে এই ফিচার নেই, তারাও গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই কল রেকর্ড করে রাখতে পারেন।

তবে কারও কল রেকর্ড করার সময় অবশ্যই তার সম্মতি থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে কেউ না জানিয়ে রেকর্ড করলে কীভাবে বুঝবেন আপনার কল রেকর্ড হচ্ছে কিনা! যদি কল করার সময় কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য একটি বিপ এর মতো শব্দ শুনতে পান, তবে বুঝতে হবে আপনার কল রেকর্ড করা হচ্ছে।

কাউকে কল দেয়ার পর সে যদি আপনার কলটি স্পিকারে রেখে দেয় তবেও ধরে নিতে পারেন সে আপনার কল রেকর্ড করছে। কাউকে কল দেয়ার পর অন্যরকম শব্দ পাওয়াও কল রেকর্ড করার একটি লক্ষণ। এক্ষেত্রে কথা বলার ফাঁকে অপ্রত্যাশিত শব্দ শোনার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: ফোন হ্যাক করে বিপাকে পেগাসাস, মামলা করলো অ্যাপল

তবে বর্তমানে অনলাইনে এমন কিছু অ্যাপ পাওয়া যায়, যেসব অ্যাপ বিপ শব্দ ছাড়াই কল রেকর্ড করতে পারে। তাই কল করার সময় ছোট ছোট বিষয়গুলোতে অত্যন্ত মনোযোগ দিতে হবে। সর্বোপরি কলদাতা বিশ্বস্ত না হলে বুঝেশুনে কথা বলাই শ্রেয়।

Exit mobile version