Site icon Jamuna Television

মেডিকেল ভিসা থাকলেও ভারতে যেতে পারেনি ১২৫ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি:

মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতে যাওয়া প্রায় ১২৫ জন বাংলাদেশি যাত্রীকে ফেরত দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। ফলে চরম বিপাকে পড়েছে এসব যাত্রীরা। ফেরত পাঠানো প্রত্যেক যাত্রীদের ভিসায় উল্লেখ ছিল ‘বাই এয়ার’। ভারতে প্রবেশের পর হরিদাসপুর ইমিগ্রেশন তাদের প্রেত্যেককে ফেরত পাঠায়।

বিকেলে দিল্লী থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, এখন থেকে ভিসায় ‘বাই এয়ার’ উল্লেখ থাকলে কাউকে স্থল পথে গ্রহণ করা হবে না। বিমানে অতিরিক্ত ভাড়া থাকায় তারা বেনাপোল ও হরিদাস (পেট্রাপোল) ইমিগ্রেশন দিয়ে ভারতে যাচ্ছিলেন। করোনার সময়ে বিমান বন্ধ থাকার পর থেকে বাই এয়ারের ভিসাধারীদের বেনাপোল স্থলপথে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছিল। উভয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ছাড়পত্র প্রদান করা হতো।

আজ বিকেলে আকস্মিকভাবে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের আটকে দেয় পেট্রাপোল ইমিগ্রেশন। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের যাত্রী কামরুজ্জামান বলেন, তার স্ত্রী সন্তানদের ভিসায় প্রবেশপথ পেট্রোপোল থাকায় তাদের ইমিগ্রেশন ছাড়পত্র দিয়েছে অথচ অনেক অনুরোধ করেও বাই এয়ার ভিসার কারণে তাকে যেতে দেয়া হয়নি।

আরও পড়ুন: স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশে চাকরি পাচ্ছেন না বরিশালের আসপিয়া

বেনাপোলে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু আহম্মেদ বলেন,সারাদিনে আটকে থাকা এসব যাত্রীদের সন্ধ্যার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতে আরও ৭০ জন যাত্রী অবস্থান করছেন। তাদের মধ্যে কতজন যাত্রী ফেরত আসবেন তা এ মুহুর্তে বলা যাচ্ছে না।

Exit mobile version