Site icon Jamuna Television

নিভৃতে দেশ ছাড়লেন মুরাদ হাসান

ডা. মুরাদ হাসান। সাম্প্রতিক ছবি।

সদ্য মন্ত্রিত্ব হারানো ডা. মুরাদ হাসান শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে রাত ১টা ২০ মিনিটে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন। কানাডায় যাওয়ার জন্য বুধবার (৮ ডিসেম্বর) তিনি টিকেট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ওই ফ্লাইটটি ১১টা ২০মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইমিগ্রেশনে যাত্রীদের চাপ থাকায় ফ্লাইটটি ঢাকা ছাড়তে দেরি হয়।

জানা গেছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন মঙ্গলবার (৭ ডিসেম্বর) বুঝিয়ে দেয়া হয়েছে।

সম্প্রতি, অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান। গতকাল তার নাম তথ্য মন্ত্রণালয়ের নামফলক থেকেও মুছে ফেলা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে থাকা প্রতিমন্ত্রীর তালিকা থেকেও তার নামটি বাদ দেয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তার নাম নেই।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে মাফ চাইলেন মুরাদ

Exit mobile version