Site icon Jamuna Television

মিয়ানমারের জান্তাপ্রধান মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হলেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং লাইং। শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ আদালতে ছিল এ বিষয়ক শুনানি।

তার বিরুদ্ধে হেগ ট্রাইব্যুনালে অপরাধ বিষয়ক তদন্ত শুরুর আপিল করে মিয়ানমার অ্যাকাউন্টিবিলিটি প্রজেক্ট। মানবাধিকার সংস্থাটির অভিযোগ, আন্দোলন নিয়ন্ত্রণের অজুহাতে বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছেন জান্তা প্রধান।

এমনকি মানবতাবিরোধী কাজগুলো করতে সেনা সদস্যদের বাধ্য করছেন তিনি। আইসিসি জান্তা প্রধানকে অভিযুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছে সংস্থাটি। তারা জানায়, এবার মিন অংয়ের বিরুদ্ধে জারি করা যাবে গ্রেফতারি পরোয়ানা।

আরও পড়ুন : খাশোগি হত্যার দায়ে ফ্রান্সে আটককৃত ব্যক্তির মুক্তি

ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। জান্তা শাসন বিরোধী চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩শর বেশি মানুষ। যার মধ্যে রয়েছে ৭৫ শিশু।

/এডব্লিউ

Exit mobile version