Site icon Jamuna Television

নিউজিল্যান্ড পৌঁছেছে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভোর ৪টা ৪৫ মিনিটে অকল্যান্ডে অবতরণ করেছেন টাইগাররা।

করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্যেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে স্বাস্থ্য নিরাপত্তায় কোনো ছাড় দিতে রাজি নয় তাসমান পাড়ের দেশটি। আর তাই দুই দফায় করোনা পরীক্ষা করা হবে মুমিনুল-মুশফিকদের। হোটেলে থাকতে হবে রুম কোয়ারেন্টাইনে।

এর আগে ৪ ডিসেম্বর দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ মূহুর্তে সাকিব আল হাসানের ছুটিতে তার জায়গায় দলে নেয়া হয়েছে ফজলে রাব্বিকে। আগামী ১ জানুয়ারি থেকে তাউরাঙ্গায় মাঠে গড়াবে প্রথম টেস্ট, আর ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্টের খেলা।

Exit mobile version