Site icon Jamuna Television

বিশ্ব মানবাধিকার দিবস আজ

ছবি: প্রতীকী

বিশ্ব মানবাধিকার দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।

ইউএইচ/

Exit mobile version