Site icon Jamuna Television

বিপিন রাওয়াতের শেষকৃত্য বিকালে

ছবি: সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য হবে আজ বিকালে। এর আগে, শ্রদ্ধা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার রাতে সাবেক সেনাপ্রধানের মরদেহ রাখা হয় দিল্লির পালাম বিমানবন্দরে। ছিল তার সহধর্মিণী এবং বাকি ১০ জনের মরদেহও। সেখানে তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তিন বাহিনীর প্রধান। পরিবারের প্রতি তারা সমবেদনা জানান।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিপিন রাওয়াতের মরদেহ রাখা হবে তার দিল্লির বাড়িতে। শ্রদ্ধা জানাতে পারবেন পরিবারের সদস্যরা এবং সাধারণ মানুষ। বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সেনাসদস্য এবং কর্মকর্তারা। এরপর শুরু হবে জেনারেল রাওয়াতের শোভাযাত্রা। বিকাল ৪টায় সম্পন্ন হবে রাওয়াতের শেষকৃত্য।

আরও পড়ুন: আগেও একবার বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যান রাওয়াত; নাশকতা কিনা তদন্ত হচ্ছে

বুধবার তামিলনাড়ুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ১৪ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়, ‘এমআই- সেভেনটিন’ হেলিকপ্টারটি।

ইউএইচ/

Exit mobile version