Site icon Jamuna Television

আটালান্টাকে হারিয়ে নক আউট পর্বে ভিয়ারিয়াল

ছবি: সংগৃহীত

আটালান্টাকে ৩-২ গোলের থ্রিলারে হারিয়ে শেষ দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে ভিয়ারিয়াল।

ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় লা লিগার দলটি। লিড এনে দেন এডাম গ্রোইনভেল্ড। ৪২ মিনিটে এতিনি কাপুয়ের গোলে লিড দ্বিগুণ করে বিরতিতে যায় ভিয়ারিয়াল। ফিরে এসেও তারা ধরে রাখে নিজেদের আধিপত্য। গ্রোইনভেল্ডের দ্বিতীয় গোলে ৩ গোলের লিড পায় দলটি। ম্যাচটিতে অনায়াস জয় পেয়েই চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ড নিশ্চিতের সব রকম ক্ষেত্রই প্রস্তুত করে ফেলে ভিয়ারিয়াল।

আরও পড়ুন: কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে যা বললেন সৌরভ

অবশ্য এর পরই ঘুরে দাড়াতে মরিয়া হয়ে ওঠে আটালান্টা। ৭১ মিনিটে রুসলান মালিনোভস্কির গোলে ব্যবধান কমায় আটালান্টা। ৮০ মিনিটে জাপাতা গোল করলে ম্যাচে রোমাঞ্চ ছড়ায়। অবশ্য শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল।

Exit mobile version