Site icon Jamuna Television

অনৈতিক কাজের অভিযোগে নারীসহ ছাত্রলীগ নেতা আটক

চট্টগ্রাম ব্যুরো:

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে একটি বাসা থেকে ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশ। আটক ১০ জনের মধ্যে রয়েছেন পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল আল আহাদ। বাকি ৯ জনের মধ্যে ৫ জন তার সহযোগী। অন্য চারজন নারী।

আরও পড়ুন: চার বছর ধরে চিকিৎসা দিচ্ছিলেন ‘ভুয়া ডাক্তার’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে তিনতলার একটি ভবনের নিচতলায় রাতে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। মহানগর অধ্যাদেশ অনুযায়ী তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।

Exit mobile version