Site icon Jamuna Television

নাপোলির কাছে হেরে ইউরোপা থেকে বিদায়ের দ্বারপ্রান্তে লেস্টার

ছবি: সংগৃহীত

উয়েফা ইউরোপা লিগে গ্রুপ সি’র ম্যাচে লেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপিয়ান আসরটি থেকে বিদায় দ্বারপ্রান্তে নিয়ে ফেলেছে নাপোলি। জোড়া গোল করেছেন এলিফ এলমাস। প্লে-অফ খেলে পরের পর্বে যাওয়ার ব্যাপারেও আত্নবিশ্বাসী নন লেস্টার কোচ।

ঘরের মাঠে স্তাদিও সান পাওলোতে অ্যাডাম আউনাসের গোলে শুরুতেই লিড নেয় নাপোলি। ২৪ মিনিটে লিড দ্বিগুণ করেন এলিফ এলমাস। তবে, এভান্স এবং কেইমানের পরপর দুই গোলে ম্যাচের ৩৩ মিনিটের মধ্যেই সমতায় ফেরে লেস্টার সিটি। বিরতির পর এলমাস নিজের দ্বিতীয় গোলের দেখা পেলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি।

এরপর, ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ন্যাপলি।

ম্যাচের পর লেস্টার সিটি কোচ ব্রেন্ডন রজার্স বলেছেন, আক্রমণে ভালো ছিলাম আমরা। তবে গড়পড়তার চেয়েও খারাপ ছিল রক্ষণের কাজ। দলে হিসেবে অনেক সীমাবদ্ধতা আছে আমাদের, সেটা আমরা জানি।

আরও পড়ুন: ব্রিসবেনে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে ইংল্যান্ড

Exit mobile version