Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ১৬-১৭ বছর বয়সীদের জন্য করোনার বুস্টার ডোজের অনুমোদন

ছবি: সংগৃহীত

১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য করোনার বুস্টার ডোজের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এই অনুমোদন দেয় মার্কিন সংস্থা সিডিসি ও এফডিএ।

বুস্টার ডোজের এই প্রকল্পের জন্য ২০ কোটি ডোজ টিকার বরাদ্দ রাখা হয়েছে। এখানে ব্যবহার করা হবে ফাইজারের ভ্যাকসিন। দ্রুত এই টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার বিস্তার ঠেকাতে এ ধরনের সিদ্ধান্তকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন তিনি। বলেন, ওমিক্রনের বিস্তার যখন বিশ্বজুড়ে বাড়ছে, তখন কিশোরদের জন্য বুস্টারডোজের এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরী ছিল।

আরও পড়ুন: বিশাল তিমিটি সরাতে দক্ষিণ আফ্রিকাজুড়ে হুলস্থুল, ছবি দেখুন

জো বাইডেন বলেন, নতুন প্রজন্মকে নিরাপদ ও সুস্থ্য রাখাই আমাদের লক্ষ্য। বিশেষ করে করোনার নতুন ভ্যারিয়েন্টের বিস্তার যখন বাড়ছে বিশ্বজুড়ে। এই সময়ে কিশোরদের জন্য ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেয়াটা খুবই জরুরী ছিল। ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দেয়ায় আমি এফডিএ ও সিডিসিকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন: দ.আফ্রিকায় ভাইরাস বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

Exit mobile version