Site icon Jamuna Television

সাধারণ হওয়া দোষের কিছু নয়, বিপিনের সঙ্গী বরুণের চিঠি

ছবি: সংগৃহীত

সাধারণ বা মধ্যম মানের হওয়া দোষের কিছু নয়। নিজের ইচ্ছে ও দক্ষতাকে বুঝতে হবে। সেদিকে ভালো করার জোর দিতে হবে। চেষ্টা কখনই থামানো যাবে না। এসব কথা লেখা ছিল দুর্ঘটনায় নিহত ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের কপ্টারে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের লেখা চিঠিতে। আগুনে ঝলসে যাওয়া বরুণ সিং এখন বেঙ্গালুরুর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। জানিয়েছে এনডিটিভি।

হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াত মারা গেছেন। গত বুধবার গত বুধবার (৮ ডিসেম্বর) তামিলনাড়ুর কন্নড়ে একটি দুর্গম পাহাড়ের জঙ্গলে ভূপতিত হওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে ১৩ জন মারা গেছেন। নিহতদের মধ্যে আছেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও।

আরও পড়ুন: মিয়ানমারে মিলেছে শিশুসহ ১১ জনকে গুলি ও আগুনে পুড়িয়ে হত্যার প্রমাণ

নিজেকে মধ্যম মানের শিক্ষার্থী মনে করা বরুণ সিং পেশাগত জীবনে দেখিয়েছেন নৈপুণ্যের ঝলক। তেজাস নামের একটি যুদ্ধবিমান নিয়ে আকাশে কারিগরি জটিলতার সম্মুখীন হলেও দক্ষতার সাথে ওই সমস্যাকে মোকাবেলা করেছিলেন। এজন্য তিনি লাভ করেছিলেন শৌর্যচক্র পুরস্কার।

আরও পড়ুন: শিক্ষক থেকে মুচি: তালেবান নীতিতে দিশেহারা আফগান নারীরা

হরিয়ানার চান্দিমান্দির ক্যান্টনমেন্টের আর্মি পাবলিক স্কুলের অধ্যক্ষ বরাবর একটি চিঠি লিখেছিলেন বরুণ সিং। এই স্কুলটিতেই পড়াশোনা করেছেন বরুণ। চিঠিতে তিনি লিখেছেন, শিক্ষার্থী হিসেবে আমি ছিলাম মাঝারি মানের। দ্বাদশ শ্রেণিতে কোনো রকমে প্রথম বিভাগ পেয়েছিলাম। এর পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও ছিলাম একদমই সাধারণ। তবে উড়োজাহাজ ও অ্যাভিয়েশন নিয়ে আমার আগ্রহ ছিল। এরপর ফ্লাইট লেফটেন্যান্ট হওয়ার পর জীবন পাল্টে যায় আমার। আমি বুঝতে পারি, মনোনিবেশ করতে পারলে তাতে ভালো করা যায়। তাই স্কুলের ভালো না হলেও সমস্যা নেই। পড়াশোনা ও খেলাধুলায় সাধারণ হলেও তাতে খুব বড় কোনো ক্ষতি হয়ে যায় না। কেবল খুঁজে দেখতে হয়, কোন কাজে আগ্রহ পাই আমরা। সেটিই ভালোভাবে করতে হবে।

আরও পড়ুন: স্কুলেই ছাত্রীদের গণধর্ষণ করেন শিক্ষকরা, শিক্ষিকারা করেন ভিডিও!

Exit mobile version