Site icon Jamuna Television

চলন্ত বাসে হার্ট অ্যাটাকে চালকের মৃত্যু, বাঁচিয়ে গেলেন ৩০ যাত্রীর প্রাণ

ছবি: সংগৃহীত।

ফুল স্পিডে গাড়ি চলার সময় হঠাৎ-ই হৃদরোগে আক্রান্ত হন গাড়ি চালক এম আরুমুগম (৪৪)। তবে শরীরের অবস্থা বুঝতে পেরে সাথে সাথেই রাস্তার এক পাশে গাড়িটি থামিয়ে দেন তিনি। এরপরই স্টিয়ারিংয়ের ওপর লুটিয়ে পড়েন আরুমুগম। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভারতের তামিলনাড়ুতে ঘটেছে এ ঘটনা। আরুমুগম তামিলনাড়ুর সরকারি বাসের চালক হিসেবে ১২ বছর ধরে কাজ করেছেন। তবে এ দিন বাসের স্টিয়ারিং ধরতেই অসুস্থ বোধ করেন তিনি। বিষয়টিতে তেমন পাত্তা না দিয়ে গাড়ি চালিয়ে যান।

আরও পড়ুন: প্রেমের বিয়ে, বাসর ঘরেই বরের গলায় ফাঁস

তবে এক পর্যায়ে হঠাৎ করে বুকে মরাত্মক ব্যথা শুরু হয় তার। সাথে সাথেই রাস্তার পাশে গাড়ি থামিয়ে স্টিয়ারিংয়ের ওপর লুটিয়ে পড়ে তার দেহ। বিষয়টি বুঝতে পেরে কন্ডাক্টর অ্যাম্বুলেন্স ডাকেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই বাসে ছিলেন ৩০ জন যাত্রী। সঠিক সময় বাস থামানোয় প্রাণে বেঁচে যান প্রত্যেকে। তবে বাঁচানো যায়নি আরুমুগমকে।

তামিলনাড়ু সরকারি পরিবহণ সংস্থার মাদুরাই শাখার কমার্শিয়াল ম্যানেজার যুবরাজ বলেন, আরুমুগম তামিলনাড়ু সরকারি পরিবহনের হয়ে ১২ বছর ধরে বাস চালাতেন। তিনি দায়িত্ববোধের পরিচয় দিয়ে আজ ৩০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে দিয়ে গেলেন। কিন্তু আরুমুগমকে বাঁচানো গেল না। আরুমুগমকে চিরকাল মনে রাখবেন তামিলনাড়ুর মানুষ। তার দুই মেয়ের জন্য সমবেদনা।

এসজেড/

Exit mobile version