Site icon Jamuna Television

প্রেমের বিয়ে, বাসর ঘরেই বরের গলায় ফাঁস

ছবি: সংগৃহীত।

প্রেমের সম্পর্কের পর ধুমধাম করে বিয়ে। পরে বাসরঘরে পাওয়া গেল বরের মরদেহ। পুলিশের কাছে নববধূ জানান, শুক্রবার (১০ ডিসেম্বর) ভোরে বাসরঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার শালিমার এলাকার বাসিন্দা আদর্শ সাউয়ের (২৪) নিথর দেহ দেখতে পান তার স্ত্রী বর্ষা কুমারী। তদন্তকারীদের কাছে বর্ষা জানিয়েছেন, ফুলশয্যার পরের দিন ভোরে ঘুম থেকে উঠে আদর্শের কথা মতো বাথরুমে গিয়েছিলেন তিনি।

ফিরে এসে দেখেন, আদর্শের দেহ ঝুলছে ঘরে। বাসরঘরে তাদের বিছানায় ওপর ফুলের সাজের সাথে দড়ি বেঁধে তাতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আদর্শ। খবর পেয়ে আদর্শকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

এর আগে ৭ ডিসেম্বর ধুমধাম করে বিয়ে হয়েছিল দু’জনের। ব্যারাকপুরে বাসিন্দা বর্ষার পরিবারের সদস্যরা জানিয়েছেন, দেখাশোনা করে দুজনের বিয়ে স্থির করেছিলেন অভিভাবকেরা। পেশায় গা়ড়িচালক আদর্শেরও এই বিয়েতে সম্মতি ছিল বলে দাবি তাদের।

বর্ষা বলেন, বিয়ের আগে আমাদের মধ্যে ফোনে কথাবার্তা হতো। তবে সে সময় কোনো অস্বাভাবিক বিষয় টের পাইনি। আজ ভোরে ফ্রেশ হওয়ার জন্য বলেছিলেন আদর্শ। সে জন্য বাথরুমে গিয়েছিলাম। আমি বাথরুমে যেতেই এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্বামীর প্রেমিকাকে রাস্তায় ফেলে পেটালেন স্ত্রী

Exit mobile version