
সম্প্রতি প্রতারকের খপ্পরে পড়ে লাখখানেক টাকা হারান বিনোদ।
সাইবার জালিয়াতির শিকার হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি। সম্প্রতি অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা খোয়া গেছে শচীন টেন্ডুলকারের ঘনিষ্ঠ এ সতীর্থের।
জানা গেছে, বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে কাম্বলির কাছ থেকে সমস্ত তথ্য আদায় কররে নেয় এক প্রতারক। তারপর সাবেক এই ক্রিকেটারের একাউন্ট থেকে গায়েব হয়ে যায় এক লাখ ১৪ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ৩০ হাজার টাকা।
এদিকে, প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে স্থানীয় বান্দ্রা থানায় একটি অভিযোগ দায়ের করেন কাম্বলি। পরে ব্যাংক এবং সাইবার পুলিশের সহায়তায় পুরো টাকা ফেরত পেলেও প্রতারককে এখনো খুঁজে পাওয়া যায়নি।
/এসএইচ



Leave a reply