Site icon Jamuna Television

‘র‍্যাব সদস্যরা বড় মানবাধিকারকর্মী’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ। ছবি: সংগৃহীত

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেছেন, র‍্যাব সদস্যরা বড় মানবাধিকারকর্মী। মানুষের অধিকার রক্ষা করাই র‍্যাবের প্রধান দায়িত্ব।

র‍্যাব ও তার ছয় কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ যমুনা নিউজকে বলেন, আমরা কখনও মানবাধিকার লঙ্ঘন করি না। সব সময় মানবাধিকার রক্ষা করি।

তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, খুন করে, ধর্ষণ করে, মাদক ব্যবসা চালায়, দেশ এবং জনগণের স্বার্থেই আমরা তাদের আইনের আওতায় আনি। অপরাধীকে আইনের আওতায় আনা যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, তাহলে দেশের স্বার্থে এই মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের আপত্তি নেই।

আরও পড়ুন: অযৌক্তিক কারণে নিষেধাজ্ঞা, আমাদের পুলিশ বিচার বহির্ভূত হত্যা করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।

Exit mobile version