Site icon Jamuna Television

কমেছে ব্রিটিশ পাউন্ডের দাম, ডলার অপরিবর্তিত

পুরো সপ্তাহ জুড়ে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দর। সর্বোচ্চ লেনদেন হয়েছে ৮৫ টাকা ৮৫ পয়সায়। কমে গেছে ব্রিটিশ পাউন্ডের দাম। এনসিসি ব্যাংকের তথ্য বলছে, বৃহস্পতিবার সর্বোচ্চ ১১৬ টাকা ৬৬ পয়সায় লেনদেন হয় মুদ্রাটি। সর্বনিম্ন ১১৬ টাকা ১৩ পয়সা দর ছিল রোববার।

এদিকে ৯৯ টাকা ৯৬ পয়সা থেকে ১০০ টাকা ৮৪ পয়সার মধ্যে ওঠানামা করেছে ইউরোর বিনিময় মূল্য। খুব একটা পরিবর্তন ছিল না অস্ট্রেলিয়ান ডলারের দামে। সর্বোচ্চ ৬২ টাকা ৫৬ পয়সায় বিক্রি হয় সপ্তাহের শেষ দিনে। ২০ টাকা ৩০ পয়সা থেকে ৪০ পয়সার মধ্যে হাতবদল হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত।

আরও পড়ুন : ব্যাংকে নগদ টাকার সংকট

এছাড়া সপ্তাহের শেষ দুদিন সামান্য বেড়েছে সিঙ্গাপুর ডলারের দর। সর্ব্বোচ্চ ৬৫ টাকা ৬ পয়সায় বেচাকেনা হয় মুদ্রাটি। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। লেনদেন হয়েছে ২২ টাকা ৮৯ পয়সায়। ওঠানামা ছিল কানাডিয়ান ডলারের দামও। আর ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে ১ টাকা ১৫ পয়সা।

/এডব্লিউ

Exit mobile version