প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের কানাডা যাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কানাডার স্থানীয় কিছু গণমাধ্যমের খবর বলছে, কানাডায় নামার পর মুরাদেকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে।
কানাডার প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, টরেন্টোর পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মুরাদ হাসান। এসময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন : ‘দেশের স্বার্থে মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের আপত্তি নেই’
যদিও এ বিষয়ে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, প্রবাসী বাংলাদেশিদের আরেকটি সূত্রের দাবি মুরাদ হাসান বর্তমানে মন্ট্রিয়ালে অবস্থান করছেন।
/এডব্লিউ

