সম্প্রতি রাজধানীর ধানমন্ডির একটি বাসায় চুরির ঘটনায় মূলহোতাসহ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে চুরিতে ব্যবহৃত সরঞ্জামাদি ও চুরিকৃত আলামত উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কানাডা থেকে ফিরিয়ে দেয়া হয়েছে মুরাদকে! কোথায় আছেন তিনি?
র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে মানুষের বাসায় বাসায় চুরি করে আসছিলো। এ বিষয়ে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব।
এর আগে গত বুধবার রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় এই চুরির ঘটনা ঘটে। গ্রিল কেটে দুই চোর রুমের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। এই দৃশ্য আইপি ক্যামেরার মাধ্যমে ফ্ল্যাটের মালিক একরামুল ওয়াদুদ লন্ডনে বসেই দেখতে পান। সাথে সাথেই বাসার লোকদের টেলিফোন করেন তিনি।

