Site icon Jamuna Television

‘র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সরকারের প্রতি ঘৃণার প্রকাশ’

সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তাসহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সরকারের প্রতি ঘৃণার প্রকাশ। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শরিবার (১১ ডিসেম্বর) সকালে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, দেশের এলিট ফোর্সের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য লজ্জাজনক।

আরও পড়ুন : বেনজীর আহমেদ, র‍্যাবের ডিজিসহ ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের অনৈতিক স্বার্থে ব্যবহার করায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই নিষেধাজ্ঞার ঘোষণায় বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন ঘোষণা দেশবাসী ব্যথিত বলেও মন্তব্য করেন ড. মোশাররফ হোসেন।

/এডব্লিউ

Exit mobile version