
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তি সভ্য সমাজ মেনে নেবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর টিকাটুলিতে বিএনপি নেতা আলালের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি।
আরও পড়ুন: আলাল জাতির কাছে ক্ষমা না চাইলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে: কাদের
এসময় তিনি জানান, বিএনপি নেতা আলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিএনপি অপরাজনীতি করে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যারা স্বাধীনতা বিরোধীদের দোসর তারা কখনো রাজনীতিক হতে পারে না।



Leave a reply