Site icon Jamuna Television

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণ

লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভয়াবহ এ ঘটনায় বহু হতাহত হয়েছে বলে লেবানন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) লেবাননের বুর্জ আল শেমালি শরণার্থী ক্যাম্পে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ক্যাম্পের ভেতরে থাকা হামাসের একটি অস্ত্র গুদামে বিস্ফোরণটি হয়। যদিও ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার ১২ হাজার একর বনভূমি পুড়ে ছাই

লেবাননের ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পগুলো মূলত নিয়ন্ত্রণ করে হামাস।

/এডব্লিউ

Exit mobile version