Site icon Jamuna Television

অনায়াসে গ্যাবা দুর্গ জয় করলো অস্ট্রেলিয়া

নাথান লায়নের দারুণ বোলিংয়ে ইংল্যান্ডের ম্যাচে ফেরার আশা শেষ করে দেয় অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেয়া ২০ রানের টার্গেট ১ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে অ্যাশেজে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল।

২ উইকেটে ২২০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ইংল্যান্ড। নতুন বলে প্রথম সেশনটা কীভাবে খেলে জো রুটের দল, সেটিই ছিল দেখার বিষয়। কিন্তু নাথান লায়ন শুরুতেই ডেভিড মালানকে ফিরিয়ে দিয়ে জানান দেন, ব্রিসবেনের চতুর্থ ইনিংসে তিনি হয়ে উঠতে যাচ্ছেন ভয়াবহ। স্কোর বোর্ডে মাত্র তিন রান যোগ করতেই নাথান লায়নের স্পিনে কাটা পড়েন ৮২ রান করা মালান। এরপর অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও অফস্ট্যাম্প চ্যানেলের দারুণ ডেলিভারিতে জো রুটকে সাজঘরের পথ দেখালে বিপদেই পড়ে ইংলিশরা। বেন স্টোকস আজ আর পারেননি মহাকাব্যিক কোনো ইনিংস খেলতে। জোস বাটলারও পারেননি তার ইনিংসকে দীর্ঘ করতে।

আউট হয়ে হতাশ জো রুট। ছবি: সংগৃহীত

আরও পড়ুন: ‘শাস্ত্রীর কথায় অধিনায়কত্ব ছেড়েছেন কোহলি’

নাথান লায়নের তোপে ৬৮ রান করতেই পরের ৬ উইকেট হারায় ইংলিশরা। পোপ ৪ আর বাটলার ২৩ রান করে ফিরলে ১৯ রানের লিড নিয়ে ২৯৭ রানে অলআউট হয় অতিথিরা। লায়ন ৯১ রানে নেন ৪ উইকেট। এর মাঝেই টেস্টে ৪০০ উইকেটের ল্যান্ডমার্ক অতিক্রম করে যান এই অফস্পিনার। ২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অভিষিক্ত অ্যালেক্স ক্যারির উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: রানের রেকর্ড গড়লেন রুট

এর আগে প্রথম ইনিংস মাত্র ১৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। আর ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৪২৫ রান। তারপর জো রুট ও ডেভিড মালানের ব্যাটে ম্যাচে ফিরে আসার চেষ্টা চালায় ইংলিশরা। তবে অজিরা দুটি ছাড়া সব সেশনেই দারুণভাবে লড়াই করে গ্যাবা দুর্গ পুনরুদ্ধার করে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: অ্যাশেজের গ্যালারিতে পরিণয় (ভিডিও)

Exit mobile version