Site icon Jamuna Television

অনুপ্রবেশকারী মার্কিন বিমান তাড়ালো রাশিয়া

ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান কৃষ্ণসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে। খবর দ্য হিলের।

শুক্রবার (১০ ডিসেম্বর) কৃষ্ণসাগরের আকাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার (এনডিসিসি)।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কৃষ্ণসাগর থেকে রাশিয়ার সীমান্ত অভিমুখী একটি লক্ষ্যবস্তু শনাক্ত করে রাশিয়ান রাডার। তবে সেটি যেন রাশিয়ার আকাশসীমা অতিক্রম করতে না পারে, সেজন্য ঘটনাস্থলে নিজেদের একটি যুদ্ধবিমান পাঠানা তারা।

যুদ্ধবিমানটির পাইলট ঘটনাস্থলে গিয়ে দেখেন যে তা লক্ষ্যবস্তুটি একটি মার্কিন গোয়েন্দা বিমান। এ অবস্থায় মার্কিন গোয়েন্দা বিমানটিকে কৃষ্ণসাগরের আকাশ থেকে তাড়িয়ে দেয়া হয়। রাশিয়া আরও জানিয়েছে, বিদেশি বিমানটি কৃষ্ণসাগর ত্যাগ করার পর রুশ যুদ্ধবিমানটিও নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে। আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক আইন অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো।

/এসএইচ

Exit mobile version