Site icon Jamuna Television

বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে ট্রোলের প্রতিবাদ, ইসলাম ত্যাগের ঘোষণা চলচ্চিত্র পরিচালকের

চলচ্চিত্র পরিচালক আলি আকবর। ছবি: সংগৃহীত।

ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ঘটনায় সস্ত্রীক ইসলাম ধর্ম ত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী কেরালার চলচ্চিত্র পরিচালক আলি আকবর। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শুক্রবার (১০ ডিসেম্বর) একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। খবর দ্য ট্রিবিউন ইন্ডিয়ার।

ভিডিওটিতে আলি আকবর বলেন, আজ থেকে আমি আর মুসলিম নই। আমি জন্ম থেকে যে ধর্মীয় পরিচয় পেয়েছি, তা এবারে ত্যাগ করলাম। আজ থেকে আমি একজন ভারতীয়।

আলি আকবরের অভিযোগ, সম্প্রতি তিনি দেশটির প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করে একটি পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বহু মানুষ ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছেন। তার দাবি, দেশের বিপদে যারা মজা পান, তারা আর যাই হোক ভারতীয় হতে পারেন না। তাই এই ধরনের মানুষকে জবাব দিতেই ধর্মীয় পরিচয় ত্যাগ করে তিনি এখন থেকে শুধুমাত্র ‘ভারতীয়’ হিসেবে পরিচিতি পেতে চান।

এদিকে, তার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির মুসলিম সম্প্রদায়। তাদের ভাষ্য, এই ঘটনার প্রতিবাদ করতে ধর্মত্যাগের কোনো প্রয়োজন ছিল না।

আরও পড়ুন: পূর্ণ সামরিক মর্যাদায় বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা নিবেদন

উল্লেখ্য, গত বুধবার (৮ ডিসেম্বর) তামিলনাড়ুতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ১১ সামরিক কর্মকর্তাসহ সস্ত্রীক মৃত্যুবরণ করেন জেনারেল বিপিন রাওয়াত। বৃহস্পতিবার জেনারেল রাওয়াত ও তার স্ত্রীর মৃতদেহ দিল্লিতে পৌঁছায়। এরপর শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় ১৭ বার তোপধ্বনির মধ্য দিয়ে পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয় তাদের শেষকৃত্য।

এসজেড/

Exit mobile version