Site icon Jamuna Television

পিরোজপুরে ‘বউ গাড়ির’ চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বউ গাড়ির (তিন চাকা বিশিষ্ট যান) চাপায় মাইসা (৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার আটঘর কুড়িয়ানা সড়কে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাইসা ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে। সে স্বরূপকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডের ফকির বাড়ীর মিজান ফকিরের মেয়ে। মিজান পেশায় নার্সারির দিন মজুর।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বই খাতা নিয়ে ঘর থেকে বেরিয়ে স্কুলের সামনে গেলে একটি বউ গাড়ির চাপা দেয় মাইসাকে। পরবর্তীতে স্থানীয়রা মাইসাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর সড়ক অবরোধ করে রাখে ওই বিদ্যালয় শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র ও পুলিশ এসে শিক্ষার্থীদের এ ঘটনার বিচারের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

স্বরূপকাঠি থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া আর কিছু বলতে পারবো না।

Exit mobile version