Site icon Jamuna Television

বাংলাদেশ ও ভারতের মধ্যে ভাইবোনের সম্পর্ক: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ ও ভারতের মধ্যে ভাইবোনের মতো সম্পর্ক। তাই এদেশের উন্নতিতে ভারত সবচেয়ে বেশি খুশি হয় ও গৌরব বোধ করে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী একথা বলেন।

শনিবার (১১ ডিসেম্বর) জাতীয় যাদুঘর মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু বলেন, ভারতের সাথে বাংলাদেশের উন্নত সম্পর্কে যারা লজ্জা পান, তারাই মুক্তিযুদ্ধ বিরোধীদের প্ররোচনা দেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরা ভারতের সাথে এদেশের সম্পর্ককে খাটো করে দেখে। অথচ, স্বাধীনতার সময় নিঃস্বার্থে ভারতীয় সেনারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে।

আরও পড়ুন : কানাডা থেকে ফিরিয়ে দেয়া হয়েছে মুরাদকে! কোথায় আছেন তিনি?

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গৌরবের। পশ্চিমা দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষায়ও তারা ব্যাপক সহায়তা করে বলে মন্তব্য করেন আমির হোসেন আমু।

/এডব্লিউ

Exit mobile version