Site icon Jamuna Television

বাবার সামনে ছেলেকে নিজ গালে জুতা মারতে বাধ্য করে পদ হারালেন ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি:

অসুস্থ পিতার সামনে বাবার সামনে ছেলেকে নিজ গালে জুতা মারতে বাধ্য করায় দলীয় পদ হারালেন ঝিনাইদহ মহেশপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাশ।

শনিবার (১১ ডিসেম্বর) ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ প্রদান করা হয়।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতি রানা হামিদ জানান, অসুস্থ পিতার সামনে হাসপাতালে নিজ কর্মী এসএম সরকার ওরফে হোসাইনের গালে জুতা মারতে বাধ্য করে উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাশ।

তিনি জানান, বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইদহ জেলা শাখার জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুজ্জামান বিপাশের বিরুদ্ধে দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বাংলাদেশ ছাত্রলীগ মহেশপুর শাখার সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হলো।

উল্লেখ্য, ভুক্তভোগী ছাত্রলীগকর্মী হুসাইনের বাড়ি মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে। তিনি স্থানীয় সাবেক এমপি নবী নেওয়াজের সর্মথক। বেশ কয়েকদিন ধরে ফেসবুকে লেখালেখির সূত্র ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপাশের সঙ্গে হোসাইনের বিরোধ চলে আসছিল।

Exit mobile version