Site icon Jamuna Television

খালেদা জিয়াকে ৫ এপ্রিল পর্যন্ত জামিন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৮ মার্চ) ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

এর আগে অসুস্থ থাকায় সকালে ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা’য় বকশীবাজার বিশেষ আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার অনুপস্থিতে শুনানিতে আগামী ৫ এপ্রিল নতুন দিন ধার্য করেন আদালত। এসময় খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করলে আদালত ৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করে।

গত ৮ ফেব্রুয়ারি ‘জিয়া অর্ফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলায় খালেদা জিয়া’সহ ৬ আসামীকে ৫ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। সেদিন থেকেই পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি। এই মামলায় আসামীদের সাজা বৃদ্ধির আবেদন করেছে দুদক। সেই আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে দুপুর ২টায় শুনানি হবে হাইকোর্টে আজ। এছাড়া নাশকতার মামলায় আজই খালেদা জিয়াকে হাজির করার নির্দেশ রয়েছে কুমিল্লার আদালতের।

Exit mobile version