Site icon Jamuna Television

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

সংগৃহীত ছবি

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। খবর আলজাজিরার।

অধিকৃত পশ্চিম তীরে গত ১০ ডিসেম্বর এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নাবলুসের দক্ষিণাঞ্চলে বিক্ষোভ করছিলেন ফিলিস্তিনিরা। এসময় তাদের ওপর নির্বিচার গুলি শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনিরাও পাল্টা পাথর নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোঁড়া হয়। এসময় গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন।

এদিকে গাজা উপত্যকা দখলে প্রাচীর নির্মাণ শেষ করেছে ইসরায়েল। উপত্যকাটির সীমান্তে ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে লোহার প্রাচীর নির্মাণ করেছে।

Exit mobile version