Site icon Jamuna Television

সারাদেশ ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু

ফাইল ছবি।

সারাদেশে শুরু হয়েছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। আজ শনিবার (১১ ডিসেম্বর) শুরু হয়ে চার দিনের এই কর্মসূচি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। 

সারা দেশের প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্রে চলছে ক্যাম্পেইন। ছয় থেকে ১১ মাস বয়সী প্রায় ২৩ লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়া, ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় এক কোটি ৮৭ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে লাল রঙের ক্যাপসুল।

আরও পড়ুন: ‘মানবাধিকার লুণ্ঠন নয়, রক্ষা করে র‍্যাব’

তবে, করোনার কারণে এবার বাস ও রেলস্টেশনগুলোতে ভ্রাম্যমাণ কেন্দ্রের কার্যক্রম নেই। ওয়ার্ড পর্যায়ে ইপিআই আউট রিচ সেন্টার, কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র (এফডব্লিউসি), উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালের ইপিআই কেন্দ্র ও মেডিকেল কলেজে কেন্দ্র করা হবে। 

Exit mobile version