Site icon Jamuna Television

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণহানি হয়েছে ২৮ হাজার ২২ জনের।

শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা ১৫ হাজার ৬৩২টি।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২৭৭ জনের। এর আগে শুক্রবার ২৬৯ জন করোনায় শনাক্ত হয়েছিলেন। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১২২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৪৩ হাজার ৮৫২ জন।

আরও পড়ুন: দেশে দুই নারীর দেহে ‘ওমিক্রন’ শনাক্ত

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Exit mobile version