Site icon Jamuna Television

ভারত থেকে উদ্ধার হলো ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া দুষ্প্রাপ্য ঘড়ি উদ্ধার হয়েছে ভারতের আসাম থেকে। দুবাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে আসামের পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ঘড়িটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘড়ি উদ্ধারের বিষয়টি টুইট করে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লেখেন, আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আসাম পুলিশ জানায়, দুবাই পুলিশের কাছ থেকে তারা খবর পায়, ম্যারাডোনার ঘড়ি চুরি করা ব্যক্তি আসামে লুকিয়ে আছেন। সেই খবর পেয়ে তারা খোঁজ শুরু করে। শনিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টায় শিবসাগর জেলায় ওয়াজিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ওই দুষ্প্রাপ্য ও দামি ঘড়িটিও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ১২ হাজার একর বনভূমি পুড়ে ছাই

ম্যারাডোনার সই করা তার ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী রাখা ছিল দুবাইয়ের একটি সংগ্রহশালায়। সেখানেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওয়াজিদ। চলতি বছরের আগস্টে তিনি ঘড়িটি চুরি করে আসামে পালিয়ে আসেন। তবে সেটি বিক্রি করতে পারেননি। তার আগেই ধরা পড়লেন ওয়াজিদ।

Exit mobile version