Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে টর্নেডোর হানা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৫টি রাজ্যে বেশ কয়েকটি টর্নেডো আঘাত হেনেছে। শুক্রবার টর্নেডো আঘাত হানা রাজ্যগুলো হচ্ছে কেন্টাকি, আরাকানসাস, ইলিনয়েস, মিশৌরি ও টেনিসি। এতে শুধু কেন্টাকিতেই অন্তত ৫০ জনের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার। খবর সিএনএন’র।

আরাকানসাসের স্থানীয় কর্তৃপক্ষ সেখানে এ পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার জানান, তার রাজ্যে অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়েছে গ্রেভ কাউন্টি এলাকায়। সেখানকার মেফিল্ড শহর টর্নেডোর নজিরবিহীন তাণ্ডবের শিকার হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে এক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেছেন গভর্নর অ্যান্ডি বেশার।

কেন্টাকির ইতিহাসে এটিকে সবচেয়ে মারাত্মক টর্নেডো হিসেবে আখ্যায়িত করেন তিনি।

Exit mobile version