Site icon Jamuna Television

মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত।

ওমিক্রন সংক্রমণ রোধে ভারতের মহারাষ্ট্রে ১১ ও ১২ ডিসেম্বর ১৪৪ ধারা জারি করা হয়েছে। কয়েকদিন ধরে মহারাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বৃদ্ধি পাওয়ায় সে রাজ্যের প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, শনিবার (১১ ডিসেম্বর) থেকে মুম্বাইয়ে জনগণ বা যানবাহনের সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ। কেউ এই নিয়ম লঙ্ঘন করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনি মোতাবেক শাস্তি দেয়া হবে। শুক্রবার মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া যায়। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। ওইদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানিয়েছিলেন যে, এ পর্যন্ত দেশে ৩২ জন নতুন এই প্রকরণে আক্রান্ত।

ভারতে ২ ডিসেম্বর ওমিক্রন সংক্রমিত প্রথম রোগী ধরা পড়ে। ১০ দিনের মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ জনে পৌঁছেছে বলে শনিবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

ওমিক্রন সংক্রমিত সবচেয়ে বেশি ১৭ জন রোগী ধরা পড়েছে মহারাষ্ট্র রাজ্যে। এরপর সবচেয়ে বেশি রোগী রয়েছে রাজস্থানে, নয়জন। গুজরাট রাজ্যে তিনজন, কর্ণাটকে দুজন, দিল্লিতে একজন রোগী ধরা পড়েছে। মহারাষ্ট্রে আক্রান্তদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

Exit mobile version