Site icon Jamuna Television

এখন থেকে ল্যাপটপেই খেলা যাবে মোবাইল গেমস

ছবি: সংগৃহীত।

ডেস্কটপ, ল্যাপটপ এবং ট্যাবলেট ব্যবহারকারীদের সময়কে আরও উপভোগ্য করতে এবার যুক্ত করা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল গেমস। ২০২২ সাল থেকে এ সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা তাদের ব্যবহৃত কম্পিউটার কিংবা ল্যাপটপে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে গেম খেলার সুবিধা উপভোগ করতে পারবে।

আরও পড়ুন: কীভাবে বুঝবেন, কেউ আপনার কল রেকর্ড করছে?

অ্যান্ড্রয়েড এবং গুগল প্লে নিয়ে কাজ করা একজন দ্য ভার্জকে বলেন, শুধুমাত্র ডেস্কটপ কিংবা ল্যাপটপে নয় অন্যান্য সকল মাধ্যমে এ সুবিধা যুক্ত করা হবে। তবে ২০২২ সাল থেকে ল্যাপটপ এবং ডেস্কটপ ব্যবহারকারীরা এই অ্যান্ড্রয়েড গেমস খেলার সুযোগ পাবেন। ব্যবহারকারীরা এগুলো ডাউনলোড করে হার্ড ড্রাইবে রাখবে

Exit mobile version