Site icon Jamuna Television

পাবনায় প্রার্থী খুন, চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

গুলিতে চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলম নিহতের ঘটনায় পাবনার ভাড়ারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলম হত্যার ঘটনায় মামলা হয়নি। আটকও হয়নি কেউ। পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে তারা। আজ মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন : পাবনায় ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী নিহত

গতকাল নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইয়াছিন আলম। প্রতিবাদে এলাকায় বিক্ষোভ করেছে তার সমর্থকরা।

/এডব্লিউ

Exit mobile version